গাংনী প্রতিনিধি ঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির নির্ধারিত দিনে নারী পুরুষের উপচে পড়া ভিড়। শৃংখলা ফিরাতে হিমশীম খেতে হয়েছে ডিলার ও শৃংখলার দায়ীত্বে নিয়োজিত আনসার সদস্যদের।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। খবর পেয়ে এলাকার কয়েক হাজার নারী পুরুষ এসে জড়ো হয় কাথুলি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে।
তদারকির দায়িত্বে নিয়োজিত গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু বলেন কাথুলী ইউনিয়নে টিসিবি’র পণ্য’র মোট বরাদ্দ ২ হাজার ৭২৬ জনের। এর মধ্যে আজ বৃহস্পতিবার এই ইউনিয়নে টিসিবির পণ্য দেয়া হয়েছে ১হাজার ৩৫০ জনকে। কিন্তু টিসিবির পণ্য দেওয়ার খবরে পেয়ে কয়েক হাজার মানুষ ভিড় করে। ডিলার ও গ্রাম পুলিশকে হিমসিম খেতে হয়েছে। এসময় প্রচন্ড গরম তিন জন নারী অসুস্থ হয়ে পড়েন।
কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন, টিসিবির পণ্য নিতে সকাল থেকেই নারী পুরুষের এই দীর্ঘ লাইন ও দীর্ঘ সময় অপেক্ষা করে থাকা মানুষগুলোর চরম কষ্ট ভোগ করছেন। এখানে চাহিদার তুলনায় টিসিবির পণ্য বরাদ্দ কম। এছাড়া মাত্র একজন ডিলার সারা গাংনী উপজেলার এই বরাদ্দ বিতরণ করছেন। এই সংখ্যা আরও বৃদ্ধি করা উচিৎ। এ ছাড়াও টিসিবির পণ্য বরাদ্দ বৃদ্ধি ও ডিলারের সংখ্যাও বাড়ানো দরকার।
টিসিবিতে এবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে।