মেহেরপুর প্রতিনিধি:
ভাই সতন্ত্র পার্থীর পক্ষ নেওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুতুবপুর ইউনিয়য়ন পরিষদের ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের মহিলা আসনের মেম্বার ভেজালি খাতুন। আজ মঙ্গলবার বিকালে জেলা পরিষদের সামনে তিনি এয় সংবাদ সম্মেলন করেন ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভেজালি খাতুন বলেন আজ দুপুরে কুতুবপুর ইউনিয়য়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা সকল মেম্বারদের তার রুমে ডেকেছিলেন। আমরা ১২জন মেম্বার তার রুমে গেলে তিনি আগামি দ্বাদশ সংসসদ নির্বাচন নৌকার পক্ষে কাজ করতে বলে। আমি সহ কয়েকজন মেম্বার কুতুবপুর ইউনিয়য়ন পরিষদের আওয়ামী লেিগর সাধারন সম্পাদক কোন যোগাযোগ করেনা বলে অভিযোগ করি । তখন তিনি আমাকে বলেন আপনার ভাইতো আপনার বাড়িতে ট্রাকের অফিস করেছে । আমার ভায়ের দায়িত্ব আমি কিভাবে নেবো বললে তিনি আমার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। আমি বের না হলে তিনি আমাকে হাত ধরে জোর করে ঘর থেকে বের করে দেয়। যা আমার মানসন্মানের হানি করেছে । এর সুষ্ট তদন্ত ও বিচার চায় কতৃপক্ষের কাছে । সংবাদ সম্মেলনের সময় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন .বঙ্গবন্ধু পেশাজিবী পরিষদের সভাপতি রেহেনা মান্নান সহ সংগঠনের মহিলা কর্মিরা।