বিনোদন প্রতিবেদকঃ
মেহেরপুরের অহংকার বাংলাদেশের সংগীতাঙ্গনের নিভৃতচারী এক সংগীতসাধক ওস্তাদ করিম শাহাবুদ্দিনের শুভ জন্মদিন আজ। মেহেরপুরের তার স্থায়ী ঠিকানা। ১৯৮৪ সালে খুলনা বেতারে নজরুল সঙ্গীত এবং খেয়াল পরিবেশন ও শেখানোর মধ্য দিয়ে যাত্রা শুরু সংগীতাঙ্গনে।
২০০২ সালে করিম শাহাবুদ্দিনকে কলকাতার হাওড়ায় জয়জয়ন্তী জলসাঘরে অনুষ্ঠিত উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে প্রধান বিচারপতি ‘সংগীতাচার্য্য’তে ভূষিত করেন। ২০২০ সালে সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমান নজরুল একাডেমির পক্ষ থেকে তাকে ওস্তাদ উপাধিতে ভূষিত করেন।
ভারতে নজরুল সংগীতে অনার্সে তার গাওয়া ‘ঝর ঝর ঝরে শাওন ধারা’ এবং মাস্টার্সে ‘মদির আঁখির সুধায় সাকি’ গান দুটি পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত আছে। করিম শাহাবুদ্দিন ১৯৮২ সালে ওয়েস্ট বেঙ্গলে খেয়াল প্রতিযোগিতায় (ললিত রাগ) চ্যাম্পিয়ন হন।
বঙ্গীয় সঙ্গীত পরিষদের উচ্চাঙ্গ সংগীতে মাস্টার্স ডিগ্রিতে তৃতীয় স্থান এবং নজরুল সংগীতে লেটার মার্কসসহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি নজরুল সংগীতে তালিম নিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে।
১৯৮৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি রাজধানীর বুলবুল ললিতকলা একাডেমি উচ্চাঙ্গ ও নজরুল সংগীতে শিক্ষার্থীদের তালিম দিয়েছেন। ১৯৯৫ সাল থেকে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইনস্ট্রাকটর হিসেবে কাজ করে যাচ্ছেন। এই দেশের অনেক প্রতিথযশা সংগীতশিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পীই তার কাছে তালিম নিয়েছেন।
১৯৮৭ সালের ১৩ মার্চ তাহের চৌধুরী পরিচালিত ওয়াসীম-অঞ্জু অভিনীত ‘প্রতিবাদ’ সিনেমায় তিনি প্লে-ব্যাক করেন।
নিজের সংগীত জীবন প্রসঙ্গে করিম শাহাবুদ্দিন বলেন, নিজেকে পেশাগতভাবে একজন সংগীতের মানুষ হিসেবে গড়ে তুলতে পেরে আমি গর্বিত।