প্রথম রাজধানী :
দুই দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে রাতের আঁধারে আবারও ২ জন কৃষকের ফসল কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।
ক্ষেত কেটে
বুধবার দিবাগত মধ্যেরাতে কৃষক আহসান আলী ও মোজাফ্ফর আলীর ২ বিঘা জমির কফি কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা।
কৃষক আহসান আলী জানান, প্রায় ৫০ হাজার টাকা ধার-দেনা করে কফির আবাদ করেছিলাম । কফি বিক্রয় করে ২ লক্ষাধিক টাকার লাভের আশা করেছিলাম। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ফসল কেটে করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেলে,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য,গত সোমবার একই উপজেলার সাহারবাটী গ্রামের টেপু খালি মাঠে রাতের আঁধারে শক্রতাবশত এক কৃষকের লাউ ও কুমড়া ক্ষেত কেটে তছরুপাত করেছিল দুর্বৃত্তরা । এঘটনায় গাংনী থানিা পাুলিশ সাহারবাটী গ্রামের নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান পিন্টু ও সিরাজুল ইসলামের ছেলে বাবর আলী আটক করেছে।