গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে ছাগল চুরির অভিযোগে ৩ জনকে আটক করে গণধােলাই দিয়েছে জনতা। একই সাথে জবাই করা বস্তাবন্দি ১ টি ছাগল উদ্ধার করে হয়েছে।
আটককৃতরা হলেন-কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার জমির মন্ডলের ছেলে ইছার উদ্দীন (৪৮),মৃত পিয়ার আলীর ছেলে রহিদুল ইসলাম (৫৫) ও মৃত রববান আলীর ছেলে আসাদুল ইসলাম (৫০)। বুধবার রাত্রে গাংনীর কল্যাণপুর গ্রামে এঘটনা ঘটে।
ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার ইছার উদ্দীন, রহিদুল ও আসাদুলকে আটক করেন।
স্থানীয় গ্রামবাসী জানান সাইদুল ইসলাম বুধবার রাতে তার ছাগল খুঁজে পাচ্ছিলেন না। খােঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশী ইছার উদ্দীনের বাড়ির গেটে ছাগল মল পরে থাকতে দেখতে পান। এসময় ছাগলটি ইছার উদ্দীনের বাড়িতে আছে এমন সন্দেহে হয় ছাগল মালিক সাইদুল ইসলামের। সে প্রতিবেশীদের সহায়তায় ইছার উদ্দীনের বাড়ি তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে বস্তাবন্দি জবাই করা ছাগলটি উদ্ধার করেন। এসময় ছাগল চুরির সাথে জড়িত ইছার উদ্দীন,একই পাড়ার রহিদুল ও আসাদুলকে স্থানীয় ধৃত করে গণধােলাই শেষে পুলিশে সােপর্দ করেন। পুলিশ তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করেছে।