মেহেরপুর প্রতিনিধিঃ
বাঁশ চুরির মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের মৃত কাবরান আলীর ছেলে দিনমজুর রুবেল হোসেন (৩০) । আজ শুক্রবার সকালে ঘটনাস্থল বাঁশ বাগানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুবেল হোসেন জানান, গাংনীর চেংগাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলের মাসুদুর রহমানের সাথে বাঁশ বাগান সাথের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে একটি মামলাও বিচারাধীন। মামলা চলমান থাকায় ওই জমিতে কেউ ভোগ দখল নিতে যান না। আমি কোদালের ডামাট করার জন্য একটি চিকন বাঁশ কেটেছিলাম, এজন্য থানায় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও এস আই আতিকুর রহমান আমার নামে মিথ্যা ৬০ টি বাঁশ কাটাসহ ১ লক্ষ টাকার তসরুপাত করার মামলায় অভিযুক্ত করেছে। মামলায় একজনকে নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিবাদী কোন দোষি না হলে মামলা থেকে বাদ দেয়া হবে। তাছাড়া ওসি সাহেব মামলাটি রেকর্ড করেছেন। এখানে তার হাত নেই।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন সাপেক্ষে মামলাটি রেকর্ড করা হয়েছে। এখন কিছুই করার নেই।