গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে রবিন(২৮) এর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামী আদালতে আত্মসমর্পণ করেছে।গতকাল বুধবার(১৩এপ্রিল) তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।আত্মসমর্পণ করেছেন গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকার মৃতু ইব্রাহিম জোয়ার্দ্দারের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (২৫) সাইদুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে সাগর হোসেন (১৯) ও ৯ নং ওয়ার্ডের মনিরুল ইসলাম মনির ছেলে রকি হোসেন (৪০)।
গত রবিবার(১০এপ্রিল) গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে হামলা পালটা হামলার জের ধরে , গত সোমবার(১১এপ্রিল) বেলা সোয়া ১ টার দিকে এসব আসামীরা গাংনী মাদ্রাসা মার্কেটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন ওরফে রবিনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে রবিনের মাথায় আঘাঁত লাগে। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। স্থানীয়রা আনোয়ার হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এয় ঘটনায় রবিনের বড় ভাই জুবায়ের হোসেন উজ্জল বাদী হয়ে গাংনী থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।