গাংনী প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্তর মুক্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গাংনী হাসপাতাল বাজার বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম রাশেদুল ইসলাম রাশেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন,গাংনী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনিসহ গাংনী উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।