প্রথম রাজধানী:
স্বামী স্ত্রীর একাধিক বিয়ের বিরোধের জের ধরে স্ত্রী সাবিনা খাতুন(৩০)কে হত্যার পর স্বামী বিদ্যুৎ বাড়ির পাশে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাবিনা মেহেরপুর গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও বিদ্যুুৎ একই উপজেলার কুঞ্জনগর গ্রাম হুদাপাড়ার ওলি আহম্মেদের ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ জানান, গত এক মাস আগে কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে সাবিনা খাতুনের সাথে কুঞ্জনগর গ্রামের দিনমজুর বিদ্যুত হোসেনের বিয়ে হয়। এটি সাবিনার দ্বিতীয় আর বিদ্যুতের তৃতীয় বিয়ে। এ বিয়ের পর থেকে দুজনের এ বিয়ে নিয়ে পরস্পরের মধ্যে কলহ চলছি। এর জের ধরে আজ বুধবার ভোরে দুজনের মাঝে কথা কাটা কাটি শুরু হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে সাবিনার মাথায় ভারি বস্তু দিয়ে একাধিক আঘাত করে বিদ্যুত। এসময় সাবিনার মৃত্যু হয়। এরপর থেকে বিদ্যুৎ ও তার পরিবারের লোকজন পালাতক ছিলো। গ্রাম বাসি পুলিশকে খবর দিলে। গাংনী থানা পুলিশের একটি দল এসে সাবিনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এরপর দুপুর ২ টার দিকে বাড়ির পাশে বাঁশ বাগানে বিদ্যুতের মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী। পুনরায় পুলিশ এসে বিদ্যুতের লাশ উদ্ধার করে মর্গে নেয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজিৎ কুমার নন্দি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।দুটি মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা হবে।