মঙ্গল বার, ২২ জুন ২০২১
সুবাহ সুলতানা
আপনি যে ব্যবসাতেই নামেন না কেন, সেই ব্যবসার কোনও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। ধরুন আপনি টেক্সটাইল সেক্টরে ব্যবসা করতে চান। সেক্ষেত্রে আপনি টেক্সটাইলের যে বিষয়টিতে জোর দিতে চান, সেই বিষয়ে প্রথম থেকে শেষ পর্যায়ের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
সেই বিষয়ে আপনাকে যেন কোনও দিক দিয়েই আটকানো না যায়। সেটা হতে পারে মেশিনারিজ সম্পর্কে, ফেব্রিক সম্পর্কে, ডাইং সম্পর্কে। এবং এই দক্ষতা যদি আপনি ব্যবসায় নামার আগে অর্জন করতে পারেন – তাহলে ব্যবসা করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
★ইলন মাস্ক
স্পেস এক্স চালু করার সময়ে তাঁর হাতে এত টাকা ছিল যে তিনি চাইলেই যে কোনও সময়ে অনেক বড় বড় রকেট বিজ্ঞানীকে মোটা বেতনে কাজে লাগিয়ে কোম্পানীর কাজ চালিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে আগে নিজে নিজে পড়াশুনা করে রকেট ও মহাকাশ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তারপরই কাজে নেমেছেন।
আপনি যেই ব্যবসা করতে চান তার গোড়া থেকে না জানলে পরবর্তী তে ব্যবসা বড় হলে আপনি আর সামলাতে পারবেন না।
আপনার ব্যবসার সব দক্ষতা না থকলে অন্য কেউ অনায়াসেই আপনাকে ধোঁকা দিতে পারবে।তাই সবার আগে দক্ষ হোন।
সেরা পন্য বা সেবাটি সৃষ্টি করার জন্য সেই বিষয়ে অবশ্যই আপনার সেরা লেভেলের জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। সফল উদ্যোক্তা হওয়ার সহজ উপায় গুলোর মাঝে এটি অন্যতম।
আপনি যে ব্যবসাই করেন না কেন, তার ওপর আগে এ টু জেড জ্ঞান অর্জন করুন। একটা পর্যায় পর্যন্ত জ্ঞান বা দক্ষতা অর্জন করে ব্যবসায় নামলে – এরপর অভিজ্ঞতা থেকে আরও দ্রুত শিখতে পারবেন।
প্রয়োজন হলে যে সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরে চাকরি করুন। অভিজ্ঞদের কাছ থেকে শিখুন। কোর্সে ভর্তি হোন বা ইন্টারনেটে বা বই থেকে জ্ঞান নিন। উদ্যোক্তা হিসেবে দীর্ঘ মেয়াদে সফল হওয়ার জন্য এগুলো খুবই জরুরী।
ব্যবসায় জড়িত হওয়ার আগে ছয় মাস নিজেকে তৈরি করতে সময় নিন।
তাহলে অন্তত ঝড়ে পড়বেন না।
( দেশি পন্য এর সমাহার,হাতের কাজ,তাঁত এর জিনিস,বাটিক, দেশি শাড়ী সব কিছু পাবেন ললনা তে� 01867-054490 )