ভিক্ষার থালা হাতে ব্যাবসায়ীদের প্রতিবাদ
মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কোট মসজিদ মার্কেট ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া, ব্যবসায়ীদের নির্যাতন ও ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে চলমান আন্দোলনের তৃতীয় দিনে ভিক্ষার থালা হাতে জেলাপ্রশাসনের কার্যলয়ের সামনে অবস্থান নিয়েছে ব্যাবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ: হান্নান ও সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে তারা। এর আগে ব্যবসায়ী সমিতর সদস্যরা মেহেরপুর শহরের কাঁসাড়ি পাড়া মোড় থেকে ভিক্ষার থালা হাতে পথচারিদের কাছে ভিক্ষা সংগ্রহ করতে করতে মেহেরপুর জেলা প্রশাসকেরে কার্যলয়ে দিকে রওনা করে।
জেলা প্রশাসকের কার্যলয়ে পৌছে ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে অবস্থান করে। এসময় বক্তব্য রাখেন ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি শেখ মোমিন, ব্যাসায়ী ইজরিুল ্ইসলাম ও আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য গত ৭ জুন সোমবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কোট জামে মসজিদের মার্কেটের অবৈধ্য দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় । ব্যবসায়ীদের দাবি এখানে ২৫ জন ব্যবসায়ী ২০০৬ সাল থেকে নিয়মতান্তিক্রক ভাবে জেলা প্রশাসনের কাছ থেকে ৯৯ বছরের জন্য বন্দোবাস্ত নিয়ে ব্যবসা করে আসছিলো। এ মাকেট নিয়ে মেহেরপুর আদালতে মামলা বিচারাধিন।
এ দিকে জেলা প্রশাসক এক লিখিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে যেহেতু খাস জমিতে গড়ে ওঠে স্থাপনা উচ্ছেদের বাধ্যবাধকতা রয়েছে তাই গত ৭ জুন আনুষ্ঠানিকভাবে দোকানপাট উচ্ছেদ করা হয়। তিনি বলেন যথাযথ আইনি প্রক্রিয় অনুসরণ করে কাজটি সম্পন্ন করা হয়েছে।
পূর্ববর্তী খবর