মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে “ওয়াশ ইন ইন্সটিটিউশন প্রকল্প”এর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী এ কর্মশালার আয়োজন করা হয়।
সমাপনী কর্মশালায় SKS এর এসিস্ট্যান্ট ডাইরেক্টর (প্রোগ্রাম) পলাশ কুণ্ড সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মুজিবুর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হাসান মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলার সুপারভাইজার (এডুকেশন) হাসনাইন কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন SKS এর অ্যাক্টিং প্রজেক্ট কো-অর্ডিনেটর বাসুদেব চন্দ্র সরকার SKS এর( PO-SM) প্রকাশ কুমার বিশ্বাস,PD-HP শারমিন বেগম,ইন্টারনাল অডিটর সিরাজুল ইসলাম। এছাড়াও উপজেলা চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশল অফিসার, উপজেলা কমিউনিটি ক্লিনিকের সভাপতি সাধারণ সম্পাদক গণ।
প্রকল্প সমাপনী কর্মশালায় প্রকল্প চলাকালীন সময়ে, প্রকল্প সহায়তা, কমিউনিটি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশগ্রহণ, প্রকল্পের গুরুত্বপূর্ণ অর্জন সমূহ, প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের ইতিবাচক পরিবর্তন, চ্যালেঞ্জ সমূহ, শিখুন সমূহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রকল্প পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকের মিডিয়া রিপোর্ট, বিষয়ে প্রকল্পের সফলতা ব্যর্থতা তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পূর্ববর্তী খবর