মেহেরপুর প্রতিনিধিঃ
মুজিবনগর কোমরপুরে অনামিকা আইডিয়াল স্কুলের উদ্যোগে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেহেরপুরের ৩ উপজেলার ৩০টি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শতাধিক ছাত্রী এ প্রতিযোগিতায় আংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিষয় সমূহ ছিলো সাধারণ জ্ঞান (বাংলা, ইংরেজি, গণিত), অংকনে খুশি তেমন আঁক, রচনা প্রতিযোগিতা, ডিজিটাল বাংলাদেশ, করোনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনামিকা আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়।
পূর্ববর্তী খবর