মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের সিভিল সার্জন সহ দেশের বিভিন্ন জেলায় ২৯ জন সিভিল সার্জনকে ও এস ডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ২ মার্চ রবিবার এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ৬ মার্চের মধ্যে বদলি কৃত কর্মস্থলে যোগদান করিবেন অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলিয়া গণ্য হইবে। জনস্বার্থে দ্রুত এই প্রজ্ঞাপন কার্যকর হইবে বলে জানা গেছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডঃ মহিউদ্দিনকে ওএসডি করার পর মেহেরপুরের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চাঁদপুরের ইউ এইচ এফ পিও ডাক্তার আবু সাঈদ কে।