মেহেরপুর প্রতিনিধি:
শর্মা ফুড প্লাজার প্রোপাইটার ব্যাচ -৯৫ এর বন্ধু মুন্নার আয়োজনে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শর্মা ফুড প্লাজায় এয় ইফতার মহাফিল অনুষ্ঠিত হয় । ইফতার মহাফিলে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ছাত্ররা উপস্থিত ছিলো । দীর্ঘদিন পরে দুই ব্যাচের ছাত্রদের উপস্থিতে মিলন মেলাই পরিনিত হয়। আবেগ আপ্লুত দুই ব্যাচ আগামিতে আবারো একসাথে এয় ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যাক্ত করে । নাড়ীর টানে দেশে ফিরে অনেকেই একসাথে সবায়কে পেয়ে অনেক দিনের না বলা কথা বলতে পেরেছে। সবশেষে সবাই শর্মা ফুড প্লাজার প্রোপাইটার মুন্নাকে আন্তরিক ধন্যবাদ জানাই।