মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সাইদুল ইসলাম নামের এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক ভুয়া আনসার সদস্যকে তিন হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদের জেল ও জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত করতে জানা যায়,দণ্ডিত সাইদুল ইসলাম ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনীর সহকারী ভূমি কমিশনার নাদির হোসেন শামিম আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে একই উপজেলার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আনসার সদস্য দায়িত্ব পালন করায় বায়েজিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে তিন হাজার টাকা জরিমান দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।