মেহেরপুরে বিশ্ব নদী দিবস পালিত
প্রথম রাজধানী :
মেহেরপুরে বিশ্ব নদি দিবস পালিত হয়েছে। আজ রবিবার ( 25 সেপ্টম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। আর ডিসি রনি খাতুন এর নেতৃত্বে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালীতে সরকারি কর্মকর্তা, বিএনসিসি স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, আরডিসি রনি খাতুন প্রমুখ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস বলেন, নদী হচ্ছে সভ্যতার শুরু। আর যদি মিশরের নীলনদের কথা বলা যায়। সভ্যতার নিদর্শন মিশরের নীলনদ। আজকের নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু অধিকাংশ নদীই বেদখল হয়ে যাচ্ছে। দুপাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের অট্টালিকা। লিংকন বিশ্বাস বলেন, আপনার-আমার যেমন জীবন রয়েছে। নদীর তেমন জীবন রয়েছে। নদীকে তার আপন গতিতে চলতে দিতে হবে।