মেহেরপুর প্রতিনিধি:
মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত বিপনন ও মুল্য প্রদর্শন না করার অপরাধে মেহেরপুরের মুজিবনগর মোনাখালি বাজারের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যাণ আদালত। আজ বুধবার দুুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মোনাখালী মেসার্স মহিদুল স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযন চলাকালীণ প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া মেয়াদ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেসার্স শাহীন রেস্তোরায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে রেস্তোরার মালিককে দু’হাজার টাকা জরিমানা করা হয়। নষ্ট করা হয় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য। সেই সাথে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, মেহেরপুর কৃষি বিপণন কর্মকর্তা জিবরাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশের একটি টীম।
পূর্ববর্তী খবর