প্রথম রাজধানী :
মেহেরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা মৎস কর্মকর্তার কার্যলয় মিলানয়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা মৎস কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান প্রয়োজনের তুলনায় জেলায় এখনো ১শ ৭৩ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। মেহেরপুরে মাছের চাহিদা ১৩ হাজার ৯শ ৯৫ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ১৩ হাজার ৮শ ২২মেট্রিক টন। মাছের ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে জেলার উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ জুলাই থেকে শুরু হওয়া এবারের মৎস্য সপ্তাহ শেষ হবে ২৯জুলাই। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ জুলাই সড়ক র্যালী ও আলোচনা সভার মধ্যমে মৎস সপ্তাহর উদ্ভোধন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে মৎস সপ্তাহর উদ্ভোধন করবেন। উদ্ভোধন অনুষ্ঠানে জুমের মাধ্যমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হেসেন সংযুক্ত থাকবেন। এছাড়াও সপ্তাহ ব্যাপী মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। জেলা উপজেলার গুরুত্বপূর্ণ জলাসয়ে মাছের পোনা অবুমুক্ত করণ,সফল মৎস চাষীদের মধ্যে পুরুস্কার বিতরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্য চাষিদের পরামর্শ ও সেবা প্রদান, মৎস চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরা মর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুবিধা ভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ২৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা মৎস কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় মৎস সপ্তাহর মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস সপ্তাহর সমাপ্ত ঘোষনা করা হবে।
এবার মেহেরপুর জেলায় মৎস চাষের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ মৎস উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হবে। পুরুস্কার প্রাপ্ত মৎস চাষিরা হলেন মেহেরপুর সদর উপজেলার মালোপাড়ার মোঃ কামাল হোসেন, বারাদি ইউনিয়নের পাটাপোকা গ্রামের শরিফুল ইসলাম, মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের রফিকুল ইসলাম ও গাংনী উপজেলার সানঘাট গ্রামের মক্কেল মন্ডল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো: রোকনুজ্জামা, মৎস খামার ব্যবস্থাপক ইকবাল হোসেন , সহকারি মৎস কর্মকর্ত জাকির হোসেন, মেহেদী হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ।
পূর্ববর্তী খবর