প্রথম রাজধানী:
মেহেরপুর সরকারি মহিলা কলেজ রোডে ইভটিজিং প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে মেহেরপুর ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে এই অভিযান চালানো হয়। এ সময় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে একাধিক ছেলে মেয়ে সেখানে আড্ডা দিতে দেখে তাদেরকে সতর্ক করে ডিবি। সেই সাথে সেখান থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মেহেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর রতনের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন এস আই মহসিন, এএসআই হেলাল উদ্দিন এবং মেহেরপুর জেলা ট্রাফিকের সার্জেন্ট পবিত্র বিশ্বাস। এলাকাবাসীরা জানিয়েছেন প্রতিদিন স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আড্ডা দেয়। মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন ইভটিজিং এবং স্কুল কলেজ ফাঁকি দিয়ে ছেলেমেয়েদের আড্ডা থেকে বিরত রাখতেই এই অভিযান।