মেহেরপুর প্রতিনিধি:
বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর দিবস উপলক্ষে মেহেরপুরে বাল্যবিবাহ বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ শপথ অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রিদের অংশগ্রহনে মেহেরপুর জেলা কে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।