মেহেরপুর প্রতিনিধি;
রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বন্ধু রক্তদান সংগঠন শ্যামপুর শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) শ্যামপুর প্রাথমকি বিদ্যালয়ে বন্ধু রক্তদান নামক সেচ্ছাসেবী সংগঠনের শ্যামপুর শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বন্ধু রক্তদান সংগঠনের শ্যামপুর শাখার সভাপতি সিরাজুল ইসলাম বলেন,রক্তদানের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও কার রক্তের গ্রুপ কী তা অনেকেই জানেন না। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন।
তাই শ্যামপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও তাদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করতে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সারাদিনে প্রায় ৩০০জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এয় কর্মসূচি থেকে রক্তের গ্রুপ নির্ণয় করে দুজন রোগীকে রক্তদানের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান কর্মসুচি শুরু হয় এতে উপস্থিত ছিলেন, আমঝুপি ইউপির সদস্য আখতার হোসেন, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন, শ্যামপুর আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, বন্ধু রক্তদান সংগঠনের শ্যামপুর শাখার সাধারন সম্পাদক সবুজ আলীসহ রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।