মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মাত্র ২১ বল খেলে জয়ী ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি।
রবিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি প্রতিপক্ষ জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলায় মাত্র ২১ বল খেলে ইয়াং টাইগার্স একাডেমি জয় ছিনিযে নেয়।
মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে প্রতিপক্ষ জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাডেমি প্রতিপক্ষ ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর রণবী ও রিসানের বোলিং তোপের মুখে ১১ ওভার ৩ বলে মাত্র ১৯ রান করে সবাই আউট হয়ে যায়। জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাডেমির পক্ষে শাওন সর্বোচ্চ ১১ রান ,মারুফ ৩ রান এবং লিমন ১ রান করেন বাকি ৮ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। অতিরিক্ত থেকে আসে ৪টি রান।
ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পক্ষে রনবি ৪ ওভার বল করে ৪টি মেডেনসহ ৩ উইকেট লাভ করেন। রিসান ৪ ওভার বল করে ৪ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন, সিয়াম ২টি জিহান ১টি উইকেট লাভ করেন ও ১টি রান আউট হয়। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি মাত্র একুশ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় ইনিংসের খেলা মাত্র১৬ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। খেলায় বিজয়ী দলের রণবীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।