——-মোঃ আকছাদুর রহমান
আমি তখন ছাত্র ছিলাম
ষষ্ঠ শ্রেণি পড়ি,
বিজ্ঞানের ক্লাসে একদিন
পড়লো পিঠে ছড়ি ।
অঙ্গ দেখে বলতে হবে
পশু-পাখির নাম
কেমন করে বলি, এ যে
বড়ই কঠিন কাম ।
জানতে চাইলেন মাস্টার মশায়
দেখিয়ে পাখির মাথা,
নাম কি বলো এটার
কও না কেন কথা ?
পারবেনাতো, গাধা একটা
নাম কি তোমার বলো?
এই যে দেখুন আমার মাথা
এতেই বলা হলো ।
হঠাৎ পিঠে বেতের বাড়ি
আহা কি যে ব্যথা
অঙ্গ দেখে নাম বলা কি
এতই সহজ কথা!