নিজস্ব প্রতিবেদক :
কোলকাতায় আন্তজাতিক বাংলা সেমিনারে যোগদানের জন্য ভারতে উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ। ও কুস্টিয়া প্রেস ক্লাব ও কুস্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
এই দুই সাংবাদিক আজ শুক্রবার সকালে আন্তজাতিক সেমিনারে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন রাশেদুল ইসলাম বিপ্লব। কুস্টিয়ার দুই কৃতি সাংবাদিক ছাড়াও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুধাংশু কুমার মলিক এই সেমিনারে যোগ দেবেন।
আন্তজাতিক বাংলা সেমিনার (‘International Bengali Conference’) অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেকের Suresh Neotia Centre Of Excellence for Leadership (CII) ভেনুতে।
সেমিনারে অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ও ভারতের মন্ত্রী ও কলকাতার মেয়র। তথ্যটি নিশ্চিত করেছেন Bangla World Wide ( BWW) এর কনভেনর সৌম্যব্রত দাস। তিনি জানান, ৮ মার্চ থেকে ১০ মার্চ ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই সেমিনার।