মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও খায়রুল ইসলাম আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনগণের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ