প্রথম রাজধানী প্রতিবেদক:
আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর আমঝুপি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে আমঝুপি কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম সাহা,আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান হোসেন মিলু, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মতিউল আশরাফ,মরহুম বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর জ্যেষ্ঠ পুত্র সেলিম।
মরহুমের জানাজায় মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন,পুলিশ সুপার মোঃ নাজমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পদের আবুল কালাম আজাদ,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলি টোকন,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান,শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অতিরিক্ত পিপি কাজী শহীদ, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ সর্বশ্রেণী পেশার হাজারও মানুষ জানাজার দাফন কাজে অংশগ্রহণ করেন।
পূর্ববর্তী খবর