মেহেরপুর সদর প্রতিনিধিঃ
মেহেরপুরের আমদহে ৪নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড: কামরুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য এ কে এম খায়রুল বাসার।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: কামরুল হাসান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তারেক রহমান পদত্ত কমিটির সাথে যারা নেই তারা জাতীয়তাবাদী আদর্শের শত্রু। গত ২৫ তারিখে যারা সম্মেলনে উপস্থিত হয়নি এবং গাড়ি বন্ধ করেছে তারা জাতীয়তাবাদী আদর্শের শত্রু। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হলে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করতে হবে। একটি মহল এই কমিটি গঠনে বাধা প্রদান করছে। আমরা চাই তাদের সুমতি হক।
সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটন, মীর ফারুক, রোমানা আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফিরোজুর রহমান ফিরোজ, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, আশরাফপুর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিরুল ইসলাম, বিএনপি নেতা কবির, ইলিয়াস হোসেন,মোশিউল আলমসহ ৪নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীগণ।