ইসরাইলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন, জেলা ওলামা পরিষদ এবং ইমাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশটি মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি শাহ আলম।
এর আগে মেহেরপুর জেলা মডেল মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি হলের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ