এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মেহেরপুর জেলায় মোট ১৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (তারিখ) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় জেলার ১৮টি কেন্দ্রে এ অনুপস্থিতির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার ১৩টি এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) এর ৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮ জন এবং দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট সচিবরা অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ