মেহেরপুরের গাংনী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে অসহায়, এতিম, বিধবা, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এ বছর সর্বমোট ৮০টি পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ঈদ উপহার প্যাকেটে লাচ্ছা, সেমাই, চিনি, বাদাম, কিসমিস, সয়াবিন তেল, মশুর ডাল, লবণ, জিরা, মসলা, ময়দা, রাধুনি মশলা, শ্যাম্পু, ঝালের গুঁড়া, হলুদ, আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে গাংনী উপজেলার কসবা গ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান কসবা ব্লাড ব্যাংক সোসাইটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কসবা ব্লাড ব্যাংক সোসাইটি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যার্থে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদ উপহার বিতরণের মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন।