মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজার ইউনিয়ন পরিষদ জামে মসজিদের সার্বিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলের দিকে মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন সরকার,মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল,মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু সহ মহাজনপুর ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কোমরপুর বাজার ইউনিয়ন পরিষদ জামে মসজিদের সামনে অবৈধভাবে দখলদার ব্যক্তিদের সেখান থেকে ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণ করা সহ মসজিদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জানা গেছে মাসুম, আজিবার সহ ৪ ব্যক্তি মসজিদের সামনের রাস্তা অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে করে মুসল্লিগণ মসজিদে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয়। অনতিবিলম্বে মসজিদের সামনে থেকে দোকান অপসারণ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
তবে ব্যবসায়ীদের অভিযোগ তারা মেহেরপুর জেলাপরিষদের কাছ থেকে জমি লিজ নিয়ে ১৯৯৩ সাল থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। ইউনিয়ন পরিষদ জেলা পরিষদকে কিছু না বলে তাদের বেআইনি ভাবে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন।