মেহেরপুর প্রতিনিধি
কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাড়ায় বিভিন্ন গ্রামের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মেহেরপর সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি ইয়ারুল ইসলাম।
আজ বুধবার বিকেলের দিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে এই ক্রীড়া সামগ্রী বিভিন্ন ক্লাবের অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুবসমাজের হাতে ক্রীড়া সামগ্রী সারা দেশের ন্যায় মেহেরপুরেও দেওয়া হচ্ছে,
পর্যায়ক্রমে মেহেরপুর জেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে যুবসমাজের হাতে এই ক্রীড়া সামগ্রী পৌঁছে দেয়া হবে।
এসময় আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মেম্বার আখতারুজ্জামান সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম।