মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের আওতায় ডাক্তার কোর্স-এর ৩য় বর্ষের L.M.A.F-(৬ মাস) ও D.M.A-(১ বছর) মেয়াদি ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার গাংনী উপজেলা বাজারের নিজ কার্যালয়ে আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের পরিচালক মুহাম্মদ আবু ছায়েম চৌধুরীর নির্দেশনায় ছাত্র-ছাত্রীদের সনদ ও পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়। তৃতীয় বর্ষের ২০জন শিক্ষার্থীর মধ্যে রাকিবুল ইসলাম প্রথম স্থান অধিকার করায় রাকিবুল ইসলামকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। তৃতীয় বর্ষের ২০জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন আলোর পথের যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের উপ-পরিচালক আহসান এহসান সবুজ আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উর্মি খাতুন,আইডিয়াল ফাস্ট ট্রেনিং সেন্ট্রাল প্রকল্পের অফিস সহায়ক পরী প্রমুখ