গাংনী প্রতিনিধি :
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরেরে গাংনীতে ছাত্রলীগের আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা শহরের একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক এবং জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ছাত্রলীগ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।
সভাটি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি নাসিরুল ইসলাম মোহনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক।