গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে টেকসই তূলা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে গাংনী উপজেলার বেতবাড়ীয়া ফুটবল মাঠে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
টিএমএসএস আইসিটি ডোমেইনের বাস্তবায়নে প্রাইমার্ক কটন কানেক্টের অর্থায়নে এবং তূলা উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় তূলা চাষীদের অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতবাড়ীয়া গ্রামের সফল তূলা চাষী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা রকিবুল হাসান সরকার, বেতবাড়ীয়া কটন ইউনিট অফিসার আব্দুল কাদের প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কটন কানেক্টের ফিল্ড এক্সিকিউটিভ মঈনুল ইসলাম কাজল ও রেজাউল করিম প্রমুখ।
তূলা চাষীদের আর্থ সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ প্রদান করা হয়। লাভজনক তুলা চাষের পাশাপাশি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও পারিবারিক উন্নয়ন নিয়ে তুলা চাষের শুরু থেকে কৃষকদের সাথে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয় । তূলার আঁশের মান ভাল হলে, পরবর্তিতে আরও মুল্য বৃদ্ধি করারও আশ্বাস প্রদান করা হয়।
২৫০ জন তূলা চাষীদের অংশ গ্রহণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত চাষীদের মাঝে প্রাইমার্কের সৌজন্যে একটি করে টি- শাট গেঞ্জি দেয়া হয়।