মেহেরপুর প্রতিনিধি(০৫.০১.২৩)
মেহেরপুর-২ (গাংনী) আসনে আচারণবিধি লংঘন করে নৌকার প্রচার চালনোর সময় সতন্ত্র (ট্রাক) প্রার্থীর কর্মীরা বাঁধা দেওয়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ শক্রুবার বিকালে গাংনী বাজারে এয় ঘটনা ঘটেছে । পরে আইন শৃঙ্খলা বাহিনি এসে দুপক্ষের লোকজন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাংনী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির অভিযোগ, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম তার মাইক্রোবাসে নৌকা প্রতীকের ফেস্টুন নিয়ে প্রচারণা করছিলেন। নির্বাচন আচারণ বিধিতে এখন প্রচার প্রচারণা বন্ধ তাই প্রচারনায় বাধা দেওয়া হয়। এতে সাবেক মেয়র আশরাফুল ইসলাম আমাদের উপর আক্রমণ করে।
সাবেক মেয়র আশরাফুল ইসলাম বলেন, তিনি একটি জানাজা নামাজে অংশ নিতে গিয়েছিলেন। গাড়িতে ফেস্টুন বাধা আছে তা স্মরণ ছিল না। শ্রমিকলীগ নেতা মনিসহ অন্যরা এসে বাধা দেয়। আমি প্রতিবাদ করে বলেছি সরকারি রিটার্নিং কর্মকর্তা এসে যা করার করবেন তোমরা বাঁধা দেবার কে? এতে তারা আমার উপরে আক্রমণ করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয় হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী খবর