মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাসস্ট্যান্ড এলাকার সাবেক মালেক ফল ভান্ডারের স্থানে দোকান বসানোকে কেন্দ্র করে গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির গ্রুপের মধ্যে শুরু হয় সংঘর্ষ, যেখানে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুল আলিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।