গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র বিজয় হোসেনের ক্ষতিপূরণ ও অভিযুক্তের বিচারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরের দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের রায়পুর বাজার এলাকায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র বিজয় হোসেনের ক্ষতিপূরণ ও অভিযুক্তের বিচারের দাবীতে ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করার কারণে গাংনী- হাটবোয়ালিয়া সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং বিষয় সুরাহের আশ্বাস প্রদান করেন।
অবরোধকারীরা জানান, রাইপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে নবম শ্রেণীর ছাত্র বিজয় হোসেন ও বন্ধুরা মিলে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রায়পুর বাজার এলাকায় পিকনিক করছিল। এ সময় পার্শ্ববর্তি বাথানপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসিবুর রহমান ও তার ২ বন্ধু বাথানপাড়া গ্রামের দিক থেকে দ্রুতগামি একটি মোটরসাইকেল চালিয়ে রায়পুর বাজারের দিকে আসছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে ছিল স্কুল ছাত্র বিজয় হোসেন। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিজয়কে চাপা দিলে,তার একটি পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থা অবনতি দেখে, কর্তব্যরত ডাক্তার বিজয় হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন ।
আহত বিজয় হোসেনের বড় ভাই বিপ্লব হোসেন বলেন, বিজয় একজন মেধাবী শিক্ষার্থী। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। যারা আমার ভাইকে মোটরসাইকেলে চাপা দিয়েছে। তারা এ পর্যন্ত খোঁজ নেয়নি। বিজয়ের পায়ে রড পরানো রয়েছে। বেশ কয়েকবার অপারেশন হয়েছে, আবারো অপারেশন প্রয়োজন। তার চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। কিন্তু অভিযুক্ত হাসিবুর রহমান বিষয়টি এড়িয়ে চলছেন। তার শাস্তির দাবীতে সড়ক অবরোধ করা হচ্ছে।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু বলেন, বিজয় হোসেনের আহত হওয়ার ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। কিন্তু আমার কাছে এ পর্যন্ত কেউ আসেনি। বিজয়ের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো।