গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়নে মুক্তিযোদ্ধা পরিবারবর্গের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, নজরুল ইসলাম, হিসাবউদ্দীন , আব্দুল হান্নান, আব্দুল বাকী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি (১০ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের গাংনী উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধাদের সমর্থন ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। এসময় সেখানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
গাংনী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


পূর্ববর্তী খবর