মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গাংনী ফুটবল মাঠে সালাত ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইসতিসকার সালাত পরিচালনা করেন মাওলানা সায়েফ ইল্লাহ্ মোহাম্মদ খালেদ । দুই রাকাত সালাত শেষে দোয়া পরিচালনা করেন গাংনী বাজার মসজিদের ইমাম হাফেজ মওলানা রুহুল আমিন। এসময় হাদিস ও কোরআন থেকে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ মাহিদুল ইসলাম,মওলানা আবুল বাসার ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। ইসতিসকার নামাজ ও দোয়ার অনুষ্ঠানে গাংনীর বিভিন্ন মসজিদের ইমাম,মাদরাসার শিক্ষক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লিরা অংশগ্রহন করেন।