মেহেরপুর প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চিৎলা বাজারের মেসার্স মিন্টু ট্রেডার্সকে ৭ হাজার টাকা ও মেসার্স ইমন ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো উম্মুক্ত স্থানে নষ্ট করা হয় । এসময় সচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারণের মাধ্যে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান সহ পুলিশের সদস্যরা।