প্রথম রাজধানী:
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এবং কামাল স্মরণে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে দােয়া মােনাজাত করা হয়।
শুক্রবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার প্রমুখ।