মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর গাংনীর মহাম্মপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১মে) দিবাগত রাতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, মহাম্মপুর গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে কুুষ্টিয়া দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে চালিয়ে তার নিকট আত্মীয়র বাড়ি থেকে সাইদুল ইসলাম সাদু ও তার ছেলে সেন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্যঃ আলিম ও তার চাচা খলিলুর রহমানের সাথে শরিকানা জমির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল চাচাতো ভাই ছাইদুল ও হান্নানের সাথে। সম্প্রতি আব্দুল আলিম তার অংশের জমি অন্যজনের কাছে বিক্রি করে দেন। এতে রাগান্বিত হন অন্যান্য চাচাতো ভাই ও ভাতিজারা। সেই জমি গত ২৭ এপ্রিল মাপজোক করা হয়। কিন্তু তার চাচাতো ভাই ও ভাতিজারা মাপজোক মানতে নারাজ। ২৮ এপ্রিল সকালে ওই জমি আবারো ভাগাভাগি করেন আলিম ও তার চাচা খলিলুর রহমান। এসময় ওঁৎ পেতে থাকা চাচাতো ভাই সাইদুল ও তার ছেলে বান্টু ও সেন্টু এবং আব্দুল হান্নানের ছেলে রাসেল ও রাফিদুল ধারালো অস্ত্র ঢাল তলোয়ার ও ফলা নিয়ে তার উপর হামলা করে। তারা আলিমকে কুপিয়ে ও ফলা বিদ্ধ করে নির্মমভাবে খুন করে জমির উপর ফেলে পালিয়ে যায়।