মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর মাইলমারী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আব্বাস আলী রান্নাঘর ও রিপনের বাড়ি পুড়ে ছায় হয়ে গিযেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের দাবি।
শুক্রবার বিকেল সাড়ে তিন টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্বাস আলী জানান, তার স্ত্রী কাফিরন নেছা রান্না ঘরে রান্না করছিলেন। এসময় কাফিরন নেছা ঘরে চাউল আনতে যায়। ফিওে এসে দেখেন রান্না ঘরে আগুন লেগে গেছে। এসময় রান্না ঘরের ৫ বান টিন, মাটির হাঁড়ির মধ্যে থাকা ২ হাজার টাকা, রান্না ঘরের বাঁশ খুটি, হাঁড়িপাতিল পুড়ে ছায় হয়ে যায়। রান্না ঘরের পাশে থাকা ১ টি গরু অগিানদগ্ধ হয়ে আহত হয়েছে।
রিপন হোসেন জানান, পাশের বাড়ির আগুন এসে আমার বাড়ির শয়নকক্ষে লাগে। এতে করে আমার ঘরের টিন, ঘরে থাকা ১০ হাজার টাকা, ১টি টিভি, ৩ টি মোবাইল ফোন, ঘরের কাঁথাবালিশসহ সকল আসবাবপত্র নিমিষেই পুড়ে ছায় হয়ে যায়। তিনি আরো বলেন এ ঘটনায় আমাদেও দুই পরিবারের নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। আমরা এখন পথে বসে গেছি।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ছুটে যায়। দির্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্তণে আনা হয়। তবে তার আগেই আব্বাস আলী রান্নাঘর ও রিপনের বাড়ি পুড়ে ছায় হয়ে যায়। এসময় আগুন নিভাতে যেয়ে কামরুল, মালেক ও উজ্জল আহত হয়।