প্রথম রাজধানী:
গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর উপনির্বচানের রিটানিং অফিসার আবু আনছার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
শ্রমিকলীগ নেতা মুতালেব হোসেন (পাঞ্জাবী), সাবেক কাউন্সিলর বদরুল আলম বদু (টেবিল ল্যাম্প ), সানোয়ার হোসেন (পানির বোতল ) ও শফি উল ইসলাম (উটপাখি ) পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী ময়দানে ভোট যুদ্ধে নেমে পড়েছেন।
উপনির্বাচনের রিটানির্ং অফিসার আবু আনছার জানান গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া সম্পন্ন হয়েছে।
উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলীর মৃত্যুর পর এই পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচনী তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ২৭ জুলাই গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী খবর