গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬ দিনব্যাপী নারীদের গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।গাংনী উপজেলার সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন। বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষক মাসুদ আল আহসান নোভেল। ৬ দিনের এ প্রশিক্ষণে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন মহিলা অংশগ্রহণ করছে।