মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গুচ্চগ্রামে সরকারের দেওয়া ক্লাবের যায়গা দখল করে দোকান করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গুচ্চগ্রামে সরকারের দেওয়া ক্লাবের যায়গা দখল করে আঃ রাজ্জাকের ছেলে মোঃ হুসাইন জোর করে দোকান ঘর স্থাপন করে । সেয় সময় তরুন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন সহ গ্রামের মানুষ বাধা দিলে বহিরাগত সন্ত্রাস নিয়ে এসে হুমকি ধামকি দিয়ে জোর করে দোকান ঘর স্থাপন করে।
গুচ্ছগ্রামের তরুন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন ১৯৮৬ সালে সরকার খাস জাইগাই গুচ্চগ্রাম তৈরি করেন। সেয় সময় বিভিন্ন গ্রাম থেকে লোকজন নিয়ে এনে বাড়ির যাইগা চাষাবাদের জাইগা আলাদা ভাবে বরাদ্দ দেয়। সেয় সময় গুচ্চগ্রাম ক্লাবের জন্য ৬ শতক জাইগা বরাদ্দ দেয়। ইতিপূর্বে দুইটি দোকান বসিয়ে ক্লাবের জাইগা কমে গেছে। আবার নতুন করে দোকান বসালে ক্লাবের জাইগা থাকবে না। আমরা ইতিপুর্বে মেম্বার সহ ভুমি অফিসে জানিয়ে কোন সমাধান পায়নি।