প্রথম রাজধানী:
মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুরি যাওয়া ৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মোবাইল চোরকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল রবিবার(২০ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার রাফিউল আলম মোবাইল গুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
জানা গেছে, মেহেরপুর জেলার পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে এবং জামিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ০৭টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এসময় মোবাইল ফোনের মালিকরা মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শুধু চুরি যাওয়া ফোন উদ্ধার করলেই হবেনা এই সাথে সাথে মোবাইল চোরদের আটক করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পূর্ববর্তী খবর