তৃনা হক :
অনেকসময় অনলাইনে বিক্রেতাকে কোন জিনিসের দাম জিজ্ঞেস করলে এই কমন উত্তরের মুখোমুখি হতে হয় “চেক ইনবক্স প্লিজ”। আর যেহেতু প্রায় সব গ্রুপে দাম বলা সম্পূর্ণ নিষেধ, তাই এখানেও বিক্রেতা একই উত্তর দেন।
কিন্তু দেখা যায় বিক্রেতা দাম বললেও ক্রেতা সেটা ইনবক্সে খুঁজে পান না এবং বিক্রেতার উপর বিরক্ত হন। তাই তাদের জন্য সহজ কিছু ধাপ দেখানোর চেষ্টা করলাম।
যেহেতু বিক্রেতা বা তার পেজ আপনার ফ্রেন্ডলিস্টে নেই, তাই সে কোন ম্যাসেজ দিলে সেটা সরাসরি আপনার ইনবক্সে না এসে ম্যাসেজ রিকোয়েস্টে চলে যায়।
এখন প্রশ্ন আসে ম্যাসেজ রিকোয়েস্ট কিভাবে চেক করবেন
আপনার ম্যাসেঞ্জারে লগ ইন করে সবার উপরে বামে যেখানে আপনার প্রোফাইল ছবি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার প্রোফাইল ছবির নীচে দ্বিতীয় অপশন পাবেন message request. ক্লিক করুন।
message request এ ক্লিক করলে দুইটা অপশন পাবেন। people you may know এবং spam. যে ম্যাসেজ পাঠিয়েছে, তার আর আপনার মাঝে যদি আপনাদের মিউচুয়াল বা কমন কোন ফ্রেন্ড থাকে, আপনারা যদি একই ফেসবুক গ্রুপের মেম্বার হন বা আপনাদের মাঝে কোন কমন কন্টাক্ট থেকে থাকে, তাহলে people you may know তে তার ম্যাসেজ পেয়ে যাবেন।
তাহলে স্পাম বক্সের কাজ কি
এই বক্সেরও কাজ আছে। এখানে জমা হবে একদম অপরিচিতের ম্যাসেজ, যাদের সাথে আপনার কোন অনলাইন পরিচিতি ফেসবুক চিহ্নিত করতে পারে না। অথবা কোন অপরিচিত ফেসবুক ইউজার কোন লিংক শেয়ার করলে সেটাও ফেসবুক সিকিউরিটির খাতিরে স্পাম বক্সে পাঠিয়ে দেয়।
( তৃণা হক মেহেরপুর থেকে
কাজ করছে খাঁটি সকল প্রকার গুড়া মসলা ও গাওয়া ঘি নিয়ে । উনার সিগনেচার পণ্য : দারুচিনি গুড়া)